বিভিন্ন চাকরি পরীক্ষায় ও এডমিশন পরীক্ষায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন এসে থাকে। তাই সহজে মনে রাখার জন্য কিছু শর্টকার্ট কৌশল ব্যবহার করা হলো-
প্রবন্ধ:
✔️ টেকনিক: ➽ দুর্দিনের যাত্রী রুদ্রমন্ডল রাজবন্দীর জবানবন্দীতে ধুমকেতুর মত যুগবাণী দিয়েছে।
প্রবন্ধ সমূহ দেখে নিন-
☑️ দুর্দিনের যাত্রী
☑️ রুদ্রমন্ডল
☑️ রাজবন্দীর জবানবন্দী
☑️ ধুমকেতু
☑️ যুগবাণী
উপন্যাস :
✔️ টেকনিক: ➽ কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল।
উপন্যাস সমূহ দেখে নিন-
☑️ কুহেলিকা
☑️ মৃত্যুক্ষুধা
☑️ বাঁধনহারা
নাটক:
✔️ টেকনিক: ➽ আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙ্গের শাড়ি পরেছে।
নাটক সমূহ দেখে নিন-
☑️ আলেয়া
☑️ মধুমালা
☑️ পুতুলের বিয়ে
☑️ ঝিলিমিলি
☑️ রঙ্গের শাড়ি
কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থ
✔️ টেকনিক: ➽ BJP VC
নিষিদ্ধ গ্রন্থ সমূহ দেখে নিন-
☑️ B=বিষের বাঁশী
☑️ J=যুগবাণী
☑️ P=প্রলয় শিখা
☑️ V=ভাঙ্গার গান
☑️ C=চন্দ্রবিন্দু
কাব্যগ্রন্থ : Kazi Nazrul Islam
✔️ টেকনিক: ➽ নতুন সন্ধায় সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাটতে ছিল।
হঠাৎ চক্রবাক ঝড় তাদের চিত্তহীন করে দেয়। প্রলয় শিখা ঝড়ে সিন্ধু ফুলে ফেপে চারপাশের সবকিছু ভেঙে জিঞ্জির করে দেয়।
কাব্যগ্রন্থ সমূহ দেখে নিন-
☑️ নতুন = নতুন চাঁদ
☑️ চিত্তহীন = চিত্তনামা
☑️ সিন্ধু = সিন্ধু-হিন্দোল
☑️ ফুলে-ফেপে=ফনিমণসা
☑️ সবকিছু = সর্বহারা
☑️ ভেঙে = ভাঙার গান
✔️ অগ্নিবীণা (kazi Nazrul Isalm )
কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ (1922) প্রকাশের দিক থেকে ২য়। এর প্রথম কবিতা প্রলয়য়োল্লাস, ২য় কবিতা বিদ্রোহী। ৩য় কবিতা রক্তাম্বরধরণী, মা-এই কবিতাটির জন্যই কাব্যগ্রন্থটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় তবে কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়নি।
কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমারকে উৎসর্গ করেন ।
☑️ মোট কবিতা ছিল: ১২টি ।
☑️ বিদ্রোহী কবিতাটি: ১ম বিশ্বযুদ্ধের অবক্ষয় ও ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে রচিত ।