43th BCS preliminary question solutions: Are you looking for 43th BCS exam Question Solution? You are coming right website. The 43th BCS is one of Bangladesh’s most important employment exams. Because government exams are becoming more valuable these days, every student is studying for the BCS Exam. As a result, the BPSC is now administering a large number of BCS exams. As a result, they are taking the 43th BCS Preli test today.So, in this post, we will provide the solution to the 43th bcs Preli MCQ exam question. The 43th BCS exam was held on October 29, 2021. For graduates and job seekers in Bangladesh, BCS is the most significant and competitive examination. The BCS exam is also used to appoint all administrative officers in Bangladesh’s various departments. This question has been completely resolved by my probation team. The Bangladesh Civil Service is a national competitive examination held by the Bangladesh Public Service Commission for the recruitment of several Bangladesh Civil Service cadres in Bangladesh.
BPSC
Candidates must arrive at least 30 minutes before the preliminary exam and 15 minutes before the written exam to seat in the examination hall. It is illegal to leave the hall before the preliminary exam is completed on the day of the preliminary test. On a 200-meter course, the preliminary exam was held. Candidates receive one mark for each correct answer and zero points for each incorrect response. The obtained mark will be reduced by 50 points.

The 43th BCS Examination was held in one hour for the first time, and the total mark was 100 versus 100 multiple choice questions (MCQ). Download the 43th BCS Exam Question Solution. In the examination hall, the Bangladesh Public Service Commission has disallowed the use of all types of calculators. They also disallowed all types of books, electronic devices, mobile phones, and baggage.
Additionally, jobsguideline.com provides has all of the BCS question answers. Not only will you get question analysis on our website, but you will also be able to download all BCS question solutions in pdf format. A handful of questions from the previous year’s question were repeated by the BPSC. As a result, the 43th BCS Question with Answer is crucial for every BCS test. The 43th BCS Question and Solution are provided on my website.
43th BCS Question Solution (৪৩ তম বিসিএস প্রশ্ন ও সমাধান)
In other words, the answer to the 43th BCS preliminary question may be found in the Question Bank area of my website jobsguideline.com. The 43th BCS circular of the BPSC was released in September 2021. On February 29, 2021, the 43th BCS examination will be held. We will provide the 43th BCS question solution when we have completed this test. So, if you’re interested in resolving this issue, go to this website.
৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
পূর্ণমান : ২০০ পরীক্ষার তারিখ : ২৯.১০.২০২১ সময় : ২ ঘণ্টা
মোট প্রশ্ন ২০০ (দুইশত)টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১(এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।
43th BCS Exam Question Solution (আন্তর্জাতিক বিষয়াবলি অংশ)
১। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
(ক) মালয়েশিয়া
(খ) ফিলিপাইন
(গ) ভিয়েতনাম
(ঘ) কম্বোডিয়া
উত্তরঃ (ঘ) কম্বোডিয়া।
২। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
(ক) ভারত-নেপাল
(খ) ভারত-পাকিস্তান
(গ) ভারত-চীন
(ঘ) ভারত-ভুটান
উত্তরঃ (গ) ভারত-চীন।
৩। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
(ক) ১১
(খ) ১৫
(গ) ১৭
(ঘ) ২১
উত্তরঃ (গ) ১৭।
৪। বিশ্ব মানবাধিকার দিবস-
(ক) ৮ ডিসেম্বর
(খ) ১০ ডিসেম্বর
(গ) ১১ ডিসেম্বর
(ঘ) ১৩ ডিসেম্বর
উত্তরঃ (খ) ১০ ডিসেম্বর।
৫। World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
(ক) UNDP
(খ) World Bank
(গ) IMF
(ঘ) BRICS
উত্তরঃ (খ) World Bank.
৬। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
(ক) মালয়েশিয়া
(খ) ইন্দোনেশিয়া
(গ) চীন
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ক) মালয়েশিয়া।
৭। বাংলাদেশ কোনটির সদস্য নয়?
(ক) BCIM-EC
(খ) OAS
(গ) OIC
(ঘ) BIMSTEC
উত্তরঃ (খ) OAS.
৮। চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
(ক) তুর্কমেন
(খ) উইঘুর
(গ) তাজিক
(ঘ) কাজাখ
উত্তরঃ (খ) উইঘুর।
৯। ‘The lady with the Lamp’ নামে পরিচিত-
(ক) হেলেন কেলার
(খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
(গ) মাদার তেরেসা
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
১০। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
(ক) এনএলডি সরকার
(খ) ন্যাশনাল ইউনিটি সরকার
(গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
(ঘ) অং সান সু চি সরকার
উত্তরঃ (খ) ন্যাশনাল ইউনিটি সরকার।
১১। আকাবা একটি-
(ক) সমুদ্র বন্দর
(খ) বিমান বন্দর
(গ) স্থল বন্দর
(ঘ) নদী বন্দর
উত্তরঃ (ক) সমুদ্র বন্দর।
১২। Trafalgar Square-এর অবস্থান –
(ক) রাশিয়ায়
(খ) ইংল্যান্ডে
(গ) ফ্রান্সে
(ঘ) চীনে
উত্তরঃ (খ) ইংল্যান্ডে।
১৩। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
(ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
(খ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
(গ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
(ঘ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
উত্তরঃ (ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)।
১৪। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
(ক) UNIMOG
(খ) UNIIMOG
(গ) UNGOMAP
(ঘ) UNICEF
উত্তরঃ (খ) UNIIMOG.
১৫। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ১৫ সেপ্টেম্বর
(খ) ১৫ অক্টোবর
(গ) ১৫ নভেম্বর
(ঘ) ১৫ ডিসেম্বর
উত্তরঃ (ক) ১৫ সেপ্টেম্বর।
১৬। ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর প্রধান কার্যালয় কোথায়?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) নেদারল্যান্ড
(ঘ) হাঙ্গেরি
উত্তরঃ (খ) জার্মানি।
১৭। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
(ক) কিলো-ক্লাস
(খ) মিং-ক্লাস
(গ) ডলফিন-ক্লাস
(ঘ) শ্যাং-ক্লাস
উত্তরঃ (খ) মিং-ক্লাস।
১৮। United Nations Framework Convention on Climate Change-এর মূল আলোচ্য বিষয় –
(ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
(খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
(গ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
(ঘ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
উত্তরঃ (খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
১৯। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
(ক) উত্তর আমেরিকায়
(খ) দক্ষিণ আমেরিকায়
(গ) মধ্য আফ্রিকায়
(ঘ) মধ্য আমেরিকায়
উত্তরঃ (ঘ) মধ্য আমেরিকায়।
২০। জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
(ক) এডেন উপসাগরের পাশে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) দক্ষিণ আমেরিকায়
(ঘ) দক্ষিণ চীন সাগরে
উত্তরঃ (ক) এডেন উপসাগরের পাশে।
43th BCS Exam Question Solution ( ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশ)
২১। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
(ক) চীন
(খ) পাকিস্তান
(গ) থাইল্যান্ড
(ঘ) মায়ানমার
উত্তরঃ (ঘ) মায়ানমার।
২২। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
(ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
(খ) পশ্চিমাঞ্চল
(গ) উত্তর-পশ্চিমাঞ্চল
(ঘ) উত্তর-পূর্বাঞ্চল
উত্তরঃ (ঘ) উত্তর-পূর্বাঞ্চল।
২৩। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
(ক) সিলেট
(খ) কুমিল্লা
(গ) রাজশাহী
(ঘ) দিনাজপুর
উত্তরঃ (ঘ) দিনাজপুর।
২৪। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোাগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
(ক) ভূমিকম্প
(খ) ভূমিধস
(গ) টর্নেডো
(ঘ) খরা
উত্তরঃ (ক) ভূমিকম্প।
২৫। নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?
(ক) বন্যা
(খ) খরা
(গ) ঘূর্ণিঝড়
(ঘ) ভূমিধস
উত্তরঃ (ক) বন্যা।
২৬। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
(ক) পার্বত্য বন
(খ) শালবন
(গ) মধুপুর বন
(ঘ) ম্যানগ্রোভ বন
উত্তরঃ (ঘ) ম্যানগ্রোভ বন।
২৭। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
(ক) বোয়ালমারী
(খ) নড়িয়া
(গ) আলমডাঙ্গা
(ঘ) নিকলি
উত্তরঃ (খ) নড়িয়া।
২৮। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
(ক) নিঝুমদ্বীপ
(খ) সেন্ট মার্টিনস
(গ) হাতিয়া
(ঘ) কুতুবদিয়া
উত্তরঃ (খ) সেন্ট মার্টিনস।
২৯। বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
(ক) বান্দরবান
(খ) কুষ্টিয়া
(গ) কুমিল্লা
(ঘ) বরিশাল
উত্তরঃ (গ) কুমিল্লা।
৩০। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?
(ক) একটি দেশের নাম
(খ) ম্যানগ্রোভ বন
(গ) একটি দ্বীপ
(ঘ) সাবমেরিন ক্যানিয়ন
উত্তরঃ (ঘ) সাবমেরিন ক্যানিয়ন।
43th BCS Exam Question Solution (সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশ)
৩১। প্রোটিন তৈরি হয়-
(ক) ফ্যাটি এসিড দিয়ে
(খ) সাইট্রিক এসিড দিয়ে
(গ) অ্যামিনো এসিড দিয়ে
(ঘ) অক্সালিক এসিড দিয়ে
উত্তরঃ (গ) অ্যামিনো এসিড দিয়ে।
৩২। কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
(ক) DNA
(খ) DNA + RNA
(গ) mRNA
(ঘ) RNA
উত্তরঃ (গ) mRNA.
৩৩। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
(ক) শূন্য
(খ) অসীম
(গ) অতিক্ষুদ্র
(ঘ) যে কোনো মান
উত্তরঃ (ক) শূন্য।
৩৪। RFID বলতে বোঝায়-
(ক) Random Frequency Identification
(খ) Random Frequency Information
(গ) Radio Frequency Information
(ঘ) Radio Frequency Identification
উত্তরঃ (ঘ) Radio Frequency Identification.
৩৫। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
(ক) তামার তার
(খ) কো-এক্সিয়াল ক্যাবল
(গ) অপটিক্যাল ফাইবার
(ঘ) ওয়্যারলেস মিডিয়া
উত্তরঃ (গ) অপটিক্যাল ফাইবার।
৩৬। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
(ক) অ্যানোডে
(খ) ক্যাথোডে
(গ) অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে
(ঘ) বর্ণিত কোনটিতেই নয়
উত্তরঃ (ক) অ্যানোডে।
৩৭। পানির অণু একটি-
(ক) প্যারাচুম্বক
(খ) ডায়াচুম্বক
(গ) ফেরোচুম্বক
(ঘ) অ্যান্টিফেরোচুম্বক
উত্তরঃ (খ) ডায়াচুম্বক।
৩৮। ৮১৭O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
(ক) ৮
(খ) ১৭
(গ) ৯
(ঘ) ২৫
উত্তরঃ (গ) ৯
৩৯। নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
(ক) ডেঙ্গুজ্বর
(খ) স্মলপক্স
(গ) কোভিড-১৯
(ঘ) পোলিও
উত্তরঃ (খ) স্মলপক্স।
৪০। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
(ক) ডায়াস্টল
(খ) সিস্টল
(গ) ডায়াসিস্টল
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ (খ) সিস্টল।
৪১। কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
(ক) $
(খ) #
(গ) &
(ঘ) @
উত্তরঃ (ঘ) @.
৪২। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
(ক) হাইড্রোজেন
(খ) নাইট্রোজেন
(গ) মিথেন
(ঘ) ইথেন
উত্তরঃ (গ) মিথেন।
৪৩। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
(ক) ২৬.৫° সে.
(খ) ৩৫° সে.
(গ) ৩৭.৫° সে.
(ঘ) ৪০.৫° সে.
উত্তরঃ (ক) ২৬.৫° সে.
৪৪। নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
(ক) Oracle
(খ) McAfee
(গ) Norton
(ঘ) Kaspersky
উত্তরঃ (ক) Oracle.
৪৫। সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-
(ক) ০%
(খ) ১০ -১৫%
(গ) ৩-৬%
(ঘ) ১০০%
উত্তরঃ (গ) ৩-৬%
৪৬। ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
(ক) ৪৬
(খ) ১৬
(গ) ২৪
(ঘ) ৫৪
উত্তরঃ (ক) ৪৬।
৪৭। DNS সার্ভারের কাজ হচ্ছে –––– কে ––––– address- এ পরিবর্তন করা।
(ক) Email, DNS
(খ) MAC Address, IP
(গ) Domain name, IP
(ঘ) Email, IP
উত্তরঃ (গ) Domain name, IP.
৪৮। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
(ক) Router
(খ) Switch
(গ) Modem
(ঘ) HUB
উত্তরঃ (গ) Modem.
৪৯। নিচের কোনটি output device নয়?
(ক) monitor
(খ) microphone
(গ) printer
(ঘ) speaker
উত্তরঃ (খ) microphone.
৫০। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
(ক) http
(খ) www
(গ) URL
(ঘ) HTML
উত্তরঃ (গ) URL.
৫১। নিচের কোনটি Open Source DBMS?
(ক) MySQL
(খ) Microsoft SQL Server
(গ) Microsoft Access
(ঘ) Oracle
উত্তরঃ (ক) MySQL.
৫২। নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
(ক) Priority Scheduling
(খ) Shortest Job First
(গ) Youngest Job First
(ঘ) Round-robin
উত্তরঃ (ঘ) Round-robin.
৫৩। নিচের কোন প্রযুক্তি Face Recognition System – এর সহায়ক ভূমিকা পালন করে?
(ক) Applied Artificial Intelligence (AI)
(খ) Applied Internet of Things (IoT)
(গ) Virtual Reality
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ (ক) Applied Artificial Intelligence (AI).
৫৪। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
(ক) Phishing
(খ) Man-in-the-Middle
(গ) Denial of Service
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ (গ) Denial of Service.
৫৫। নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?
(ক) Registers
(খ) SSD
(গ) RAM
(ঘ) Cache memory
উত্তরঃ (ক) Registers
৫৬। নিচের কোনটি Bluetooth- এর IEEE standard?
(ক) IEEE 802.15
(খ) IEEE 802.1
(গ) IEEE 802.3
(ঘ) IEEE 802.11
উত্তরঃ (ক) IEEE 802.15
৫৭। নিচের কোনটি multi-tasking operating system নয়?
(ক) Windows
(খ) Linux
(গ) Windows NT
(ঘ) DOS
উত্তরঃ (ঘ) DOS.
৫৮। নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?
(ক) Internet of Things (IoT)
(খ) Cloud Computing
(গ) Client-Server Systems
(ঘ) Big Data Analytics
উত্তরঃ (খ) Cloud Computing.
৫৯। Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
(ক) Simplex
(খ) Duplex
(গ) Half duplex
(ঘ) Triplex
উত্তরঃ (ক) Simplex.
৬০। Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?
(ক) A hash pointer to the previous block
(খ) Timestamp
(গ) List of transactions
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ (ঘ) উপরের সবগুলো।
43th BCS Exam Question Solution (গাণিতিক যুক্তি অংশ)
৬১। 2log2 3+log25 এর মান কত?
(ক) 8
(খ) 2
(গ) 15
(ঘ) 10
উত্তরঃ (গ) 15
৬২। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
(ক) 522
(খ) 252
(গ) 225
(ঘ) 155
উত্তরঃ (খ) 252।
৬৩। 5x-x2-6>0 হলে, নিচের কোনটি সঠিক?
(ক) x>3, x<2
(খ) 2>x>3
(গ) x<2
(ঘ) 2<x<3
উত্তরঃ (ঘ) 2<x<3
৬৪। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্ব হয়। তাহলে ডকের উচ্চতা কত?
(ক) ৯ ফুট
(খ) ৮ ফুট
(গ) ৫ ফুট
(ঘ) ৪ ফুট
উত্তরঃ (গ) ৫ ফুট
৬৫। A={x ϵ IN ┤| 2<x≤8}
B={x ϵ IN ┤| x বিজোড় এবং x≤9} হলে, A∩B= কত?
(ক) {3, 5, 8}
(খ) {4, 5, 7}
(গ) {3, 4, 5}
(ঘ) {3, 5, 7}
উত্তরঃ (ঘ) {3, 5, 7}
৬৬। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
(ক) ২৪
(খ) ২৫
(গ) ৩০
(ঘ) ৬০
উত্তরঃ (খ) ২৫।
৬৭। 4x+4(1-x)=4 হলে x= কত?
(ক) 1/4
(খ) 1/3
(গ) 1/2
(ঘ) 1
উত্তরঃ (গ) 1/2
৬৮। 1/4 -1/6 +1/9 -2/7 + … ধারাটির অসীম পদের সমষ্টি কত?
(ক) S∞=20/3
(খ) S∞=3/20
(গ) S∞=20
(ঘ) S∞=3
উত্তরঃ (খ) S∞=3/20
৬৯। (x-2)/(x-1)+1/(x-1)-2=0 এর সমাধান সেট কোনটি?
(ক) {φ}
(খ) {1}
(গ) {-1}
(ঘ) {2}
উত্তরঃ (ক) {φ}
৭০। A এবং B দুটি ঘটনা যেন, P(A)=1/2, P(A∪B)=3/4 এবং PBC=5/8। P(AC∩BC )= কত?
(ক) 1/8
(খ) 1/6
(গ) 1/4
(ঘ) 1/2
উত্তরঃ (গ) 1/4
৭১। বাস্তব সংখ্যায় 1/(3x-5)<1/3 অসমতাটির সমাধান-
(ক) -∞<x<5/3
(খ) 8/3<x<∞
(গ) -∞<x<5/2 অথবা 8/3<x<∞
(ঘ) -∞<x<5/2 এবং 8/3<x<∞
উত্তরঃ (খ) 8/3<x<∞
৭২। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
(ক) ৩০০
(খ) ৬০০
(গ) ৯০০
(ঘ) ১২০০
উত্তরঃ (খ) ৬০০।
৭৩। ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
(ক) ১২৪
(খ) ১১৪
(গ) ১০৪
(ঘ) ৯৪
উত্তরঃ (খ) ১১৪।
৭৪। x=√4+√3 হলে, x3+1/x3 এর মান কত?
(ক) 5√3
(খ) 52
(গ) 5√2
(ঘ) 2√5
উত্তরঃ (খ) 52
৭৫। O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?