BBS Exam Question Solution 2021: Today, I published BBS Exam Question Solution 2021 on my website jobsguideline.com. Bangladesh Bureau of Statistics (BBS) MCQ Exam Held On 30 October 2021 from 3:00 PM to 04:30 PM. This exam Participate a large number of candidates. Every candidate wants to see if the answer they provided is correct or incorrect. They want to ensure that they achieve better results. As a result, the candidates are interested in learning the Bangladesh Bureau of Statistics (BBS) Exam Question Solution. They search for answers to their question papers from the owner as well as other knowledgeable individuals such as teachers, candidates’ guidebooks, and parents.
As a result, we have provided you with 100% accurate Exam Question Solution 2021. Bangladesh Bureau of Statistics (BBS)Exam Question Solution 2021 is now being sought by candidates. By visiting our website, they can quickly obtain BBS Exam Question Solution. For every candidate, we give a BBS Exam Question Solution. The whole information regarding BBS Exam Question Solution 30 October 2021 can be found here. You may also look at the answer to the question below.
BBS Job Exam Details
Now we’ll provide some essential information about BBS jobs. So, what if you’re interested in this position? You need knowledge about BBS. So, you will find this knowledge to be really useful.BBS junior statistical Assistant post vacancy 142. junior statistical Assistant post-exam candidate was 62769 and this exam held written.
Post Name And Vacancy:
- Senior Draftsman – 08
- Statistical Assistant – 131
- Junior Statistical Assistant – 142
- Stenographer Cum Computer Operator – 01
- Draftsman – 12
- Enumerator – 05
- Editing and Coding Assistant – 22
- Accountant – 13
- Steno Typist Cum Computer Operator – 09
- Compositor – 04
- Junior Draftsman – 13
- Electrician – 03
- Duel Data Operator – 14
- Office Assistant Cum Computer Operator – 15
- Data/Entry Control Operator – 26
- Driver – 04
- Assistant Store Keeper – 01
- Machine man – 01
- Proof man – 01
- Chain Man – 234
- Office Support Staff (Office Sohayok) – 56
Total Vacancy: 715
Junior Statistical Assistant Exam Date: 30 October 2021
Exam Time: 3.00 PM to 4.30 PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পদের নাম: জুনিয়ার পরিসংখ্যান সহকারী (জেএসএ)
সময় : ৯০ মিনিট, পূর্ণমান-৮০
BBS Exam Question Solution (বাংলা অংশের সমাধান)
১. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চৌধুরী
২. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে?
উত্তরঃ শ্রুতিধর
৩. উপর্যুক্ত শব্দটির অর্থ কী?
উত্তরঃ উপরে উল্লিখিত
৪. ‘হাত করা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ পটানো
৫. খাতক’শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ মহাজন
৬. ’একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নের ব্যবহকার করা হয়?
উত্তরঃ কোলন
৭. অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
উত্তরঃ কাঁচা বয়স
৮. ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ দায়িত্ব গ্রহণ
৯. ’পরীক্ষায় সফল হও।’ এটি কী ধরনের বাক্য?
উত্তরঃ ইচ্ছাসূচক
১০. ’গৃহহীন চিরদিন থাকে পরাধীন’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্তৃকারকে শূণ্য
১১. যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাইতো সত্যিকারের পুরুষ’ – এখানে তারই কোন পদ?
উত্তরঃ সর্বনাম
১২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ পীতাম্বর [পীত অম্বর যাহার = পীতাম্বর (অর্থ শ্রীকৃষ্ণ)]
১৩. ’কবিতা’ শব্দের বহুবচন কোনটি?
উত্তরঃ কবিতাগুচ্ছ
১৪. নিচের কোন তারিখ বাচক শব্দ?
উত্তরঃ একুশে
১৫. ’রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রাজ্ + নী
১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচয়িতা কে?
উত্তরঃ আনোয়ার পাশা
১৭. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ পিপীলিকা
১৮. ’বীরবল’ করা ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৯. ’চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তরঃ সবিতা
২০. সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
উত্তরঃ লেখ্য
BBS Exam Question Solution (ইংরেজি অংশের সমাধান)
21. Which sentence is incorrect?
উত্তরঃ He has not came back from the work. [Come]
22. Based on object verb are of—-
উত্তরঃ 2 types
23. Which verb irregular?
উত্তরঃ Break
24. Which sentence is correct?
উত্তরঃ He speaks English well
25. Which one is an example of factitive object?
উত্তরঃ We made him captain
26. Which sentence is an example of reflexive Pronoun?
উত্তরঃ All of the above
27. What is the meaning of the word ‘Put the screw on’-
উত্তরঃ brought pressure to bear on
28. My brother ___ at university for the last two years.
উত্তরঃ has been
29. Synonym of ‘limpid’-
উত্তরঃ Transparent
30. ‘Adapt’ means-
উত্তরঃ Proficient
31. Which word is correctly spelled-
উত্তরঃ Idiosyncrasy
32. Which word does not match with the other words?
উত্তরঃ Pharynx
33. Which word is wrongly spelled-
উত্তরঃ Supercilous [সঠিক Supercilious]
34. Qualifying in the admission test easy-
উত্তরঃ Noun Phrase
35. ‘Equivocation’ means-
উত্তরঃ To contrary thing in the same thing
36. ‘Cul-de-sac’ means-
উত্তরঃ Dead end
37. Kind of sentence-
উত্তরঃ 5
38. ‘Manifestation’ means-
উত্তরঃ Presentation
39. ‘Nota bene’ means-
উত্তরঃ Mark well
40. Correct Spelling-
উত্তরঃ Questionnaire
BBS Exam Question Solution (সাধারণজ্ঞান অংশের সমাধান)
৪১. “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান?
উত্তরঃ ২৭নং অনুচ্ছেদ
৪২. বাংলাদেশের সুপ্রীম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত?
উত্তরঃ দুইটি
৪৩. এক মাইক্রো সেকেন্ড সমান কত?
উত্তরঃ ০.০০০০০১ (এক লক্ষ ভাগের এক ভাগ)
৪৪. Optical Mark Reader (OMR) আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে?
উত্তরঃ প্রতিফলন
৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তরঃ Power Point Presentation
৪৬. স্টিফেন হকিং একজন?
উত্তরঃ পদার্থ বিজ্ঞানী
৪৭. ম্যানগ্রোভ কী?
উত্তরঃ উপকূলীয় বন
৪৮. বি-৫২ কি?
উত্তরঃ এক ধরণের বিমান
৪৯. বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন?
উত্তরঃ ১ জন [মতিউর রহমান]
৫০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তরঃ ইরাক
৫১. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ পার্বত্য রাঙামাটি
৫২. ‘ওভাল’ ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাজ্য
৫৩. ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের কোন রোগ হয়?
উত্তরঃ অন্ধত্ব [রাতকনা]
৫৪. ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী হয়?
উত্তরঃ ১৬১০
৫৫. জাপানের হিরোশিমা শহরে কোন তারিখে আনবিক বোমা ফেলা হয়?
উত্তরঃ ৬ আগস্ট ১৯৪৫
৫৬. জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?
উত্তরঃ ১ [চীন]
৫৭. স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদম শুমারি অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ৫ টি [১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ = ৫টি (২০২১ এখনো সম্পন্ন হয়ন)]
৫৮. OIC Statcom এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ আংকারা
৫৯. বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পদ
৬০. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ১৯৬২
BBS Exam Question Solution (গণিত অংশের সমাধান)
৬১. abc একটি সংখ্যা হলে abc-a-b-c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?
উত্তরঃ 9
৬২. ২/৩, ৪/৯, ১/৬ এর গ.সা.গু কত?
উত্তরঃ ১/৯
৬৩. কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?
উত্তরঃ ২০০
৬৪. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ হলে তাদের ল.সা.গু কত?
উত্তরঃ ২৬০
৬৫. একটি সংখ্যা ২২০ থেকে যত বড় ৪৯০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৫৫
৬৬. ৮ টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
উত্তরঃ ৬
৬৭. (2)⁸ × (32)⁹ = কত?
উত্তরঃ ১২৮
৬৮. কোনো দেশের স্থূল জন্মহার ২৫ এবং স্থূল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
উত্তরঃ 1.5%
৬৯. 3x+13x=9 হলে x2+1/81x2 এর মান কত?
উত্তরঃ 83/9
ব্যাখ্যা:
3x – 1/(3x) = 9
9x2 + 1/9x2 – 2 = 81 [উভয় পাশে বর্গ করে]
9x2 + 1/9x2 = 83
9 [x2 + 1/(81x2)] = 9x2 + 1/9x2 = 83
x2 + [1/(81x2)] = 83/9
৭০. ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
উত্তরঃ ৯৯৭৫
৭১. 1/6!+1/7! = x/8! হলে x এর মান কত?
উত্তরঃ 64
৭২. ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় যে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%
৭৩. বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
উত্তরঃ কোনটিই নয়
৭৪. একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি
৭৫. একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ১০০%
৭৬. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮:১০ হলে লাভের পরিমান কত?
উত্তরঃ ২৫%
৭৭.একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
উত্তরঃ ৫৪০ ডিগ্রি
৭৮. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?
উত্তরঃ ১০ দিন
৭৯. ৯,০,৭,৮ এর গড় কত?
উত্তরঃ ৬
৮০. 2x-2/x=3 হলে 8(x3–1/x3) এর মান কত?
উত্তরঃ 64
BBS Exam Question Solution-2021
BBS Exam Questions, on the other hand, are of the written type. You must respond to questions on a variety of topics, including Bangla, English, Mathematics, and General Knowledge. BBS Exam Question exam questions are not particularly difficult. You will be able to get the BBS Exam Question answer with ease if you can keep your head cool and practice on a regular basis. If you are unable to do so, we are here to support you with the solutions. I will provide question solutions of maths, English, Bangla, General knowledge.

1 thought on “BBS Exam Question Solution | Junior Statistical Assistant”