Are you looking for JBC Exam Question Solution? Your are coming right website. I provided Jiban Bima Corporation (JBC) Previous years Question and solution. Jiban Bima Corporation (JBC) is one of Bangladesh’s major government agencies. The Jiban Bima Corporation (JBC) has released a massive employment circular. Bangladesh Jiban Bima Corporation is a well-known institution in Bangladesh. Almost every year, this exam is held. Students take part in the tests on their own initiative. Following the test, the students are eager to match the answer to the question. So we’re doing a great job on the question paper so you may be more reliant on your dream trip. So check out our website and like our Facebook page to remain up to date.
About Life Insurance Corporation
All life insurance and general insurance businesses in Bangladesh were nationalized after the country gained independence in 1972. The number of firms was reduced, and a total of five were founded as a result of the nationalization. Surma Jeevan Bima Corporation and Teesta Bima Corporation were two of the companies involved.In 1973, these two firms were united by the President’s order to become the Life Insurance Corporation. It is reported that Life Insurance Corporation was founded on the 14th of May, 1973. Life Insurance Corporation offers 15 different types of insurance plans via which they provide their services. The Life Insurance Corporation is a commercial corporation that is self-funded. As a result, it is not in any way accountable to the government or the bank.
Benefits of insurance:
(1) It provides security of life and property.
(2) It generates capital.
(3) It is a source of old age and emergency.
(4) It gives peace of mind.
(5) It finances the business.
(6) It reduces inflation.
(6) It provides for the security of social property.
POST NAME:
- Upper Division Assistant (UDA) -176
- Office Assistant Cum Computer Typist -165
- Office Sohayak -199
Previous Years Question’s & Solution
In each exam, the questions from the previous year are quite essential. Since last year, a lot of prevalent inquiries have been discovered. Furthermore, the diverse positions of the Life Insurance Corporation are well-understood. So, to give you a better understanding of the issue, we’ve uploaded last year’s question from Life Insurance Corporation.The full solution to the Life Insurance Corporation test questions is given below-
Jiban Bima Corporation (JBC) Exam-2021
Post Name : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৬৫
Exam Date: 04-09-2021
English Part Jiban Bima Corporation (JBC) Exam Question & Solve
০১. What is the verb form of Office?
Answer: officiate
০২. This book is yours, there `This’ is an__________.
Answer: Pronoun
০৩. Elegy is__________?
Answer: Song of Lamentation
০৪. Identify the singular number?
Answer: formula
০৫. Which is correct?
Answer: Guarantee
০৬. The world is infected __________ Corona Virus.
Answer: with
০৭. A serious play with a sad ending is called a __________.
Answer: tragedy
০৮. Which one of the following is not written by Shakespeare?
Answer: Doctor Faustus
০৯. The antonym of the plaintiff is __________.
Answer: defendant
১০. Attach the CV __________your application.
Answer: to
১১. Identify the masculine gender?
Answer: The sun
১২. She has __________her hair a beautiful shade of brown.
Answer: dyed
১৩. The profession of teaching is known as __________.
Answer: Pedagogy
১৪. A rolling stone gathers no moss. Here `rolling is __________.
Answer: Adjective
১৫. Your conduct admits __________no excuse.
Answer: of
১৬. Which of the following words can be used as a verb?
Answer: master
১৭. Gitanjali of Rabindranath Tagore was translated by __________.
Answer: W. B. Yeats (William Butler Yeats)
১৮. Water is changed __________vapour.
Answer: into
১৯. A building to keep grains __________.
Answer: Granary
২০. ‘Smell a Rat’ Means __________.
Answer: Suspect something
Bangla Part Jiban Bima Corporation (JBC) Exam Question & Solve
২১. ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম কোনটি?
উত্তরঃ শূন্যপুরাণ [চন্দ্রাবতী ষোড়শ শতকের]
২২. ত্বরা এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ বিলম্ব
২৩. নিচের কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ টানাপোড়েন [বাগধারাটির অর্থ – বিরক্তিকর যাতায়াত] [শুদ্ধঃ কঙ্কণ, ম্রিয়মাণ, দুর্নিরীক্ষ্য]
২৪. মেছো শব্দের প্রকৃতি কি?
উত্তরঃ মাছ + উয়া > ও
২৫. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ ধর্ম চর্চা
২৬. শূণ্যপুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
উত্তরঃ ৫১ টি অধ্যায়
২৭. ‘ফেরারী ডায়েরী’কোন পটভুমিকায় রচিত?
উত্তরঃ মুক্তিযুদ্ধের
২৮. কোনটি বিদেশি প্রত্যেয়যুক্ত শব্দ নয়?
উত্তরঃ জমিদারি
২৯. ‘গালিচা’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ ফারসি
৩০. ‘দ্বেষ’ এর বিশেষণ রূপ কী?
উত্তরঃ দ্বেষী
৩১. ‘ঝিনুক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সুক্তি
৩২. ‘লাইলী মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
উত্তরঃ ইরান
৩৩. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’কোন ধরনের গ্রন্থ?
উত্তরঃ কাব্যগ্রন্থ
৩৪. কোনটি ব্যাতিহারিক সর্বনাম?
উত্তরঃ নিজে নিজে
৩৫. ‘বিচিত্র চিন্তা’কী জাতীয় রচনা?
উত্তরঃ প্রবন্ধ
৩৬. ‘নবীন মাধব’কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ নীলদর্পণ
৩৭. ‘নকিব’শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ আরবি
৩৮. কোনটি যোগরূঢ় শব্দ?
উত্তরঃ মহাযাত্রা
৩৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৯০১
৪০. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
উত্তরঃ কালের ধুলোয় লেখা
Math Part Jiban Bima Corporation (JBC) Exam Question & Solve
৪১. ভাজক ভাগফলের দশগুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
উত্তরঃ ০.০২৫
৪২. ১২৫ এর ১২৫% = কত?
উত্তরঃ ১৫৬.২৫
৪৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:২ । ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
উত্তরঃ ১১৩ : ১৩
৪৪. বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
উত্তরঃ ১২০০ টাকা
৪৫. একই মুনাফা হারে কোন আসল ৬ বছরের মুনাফা- আসলে দ্বিগুন হলে কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে?
উত্তরঃ ১২ বছরে
৪৬. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তরঃ ৫৯
৪৭. ২০ এর ২০% = কত?
উত্তরঃ ৪
৪৮. বৃত্তস্থ সামন্তরিক একটি ————?
উত্তরঃ আয়তক্ষেত্র
৪৯. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজির বর্তমান মূল্য কত?
উত্তরঃ ৯ টাকা
৫০. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তরঃ ৭৮৬
৫১. ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
উত্তরঃ ৪%
৫২. দু’টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ। সংখ্যা দু’টির অনুপাত কত?
উত্তরঃ ২ : ১
৫৩. বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে?
উত্তরঃ ৪ বছরে
৫৪. x ও y উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি?
উত্তরঃ x +y
৫৫.বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোনদ্বয়ের যোগফল কত?
উত্তরঃ ১৮০ ডিগ্রি
৫৬. 2x=3y+5 হলে 4x-6y= কত?
উত্তরঃ 10
৫৭. 3y+3z= 90 হলে x,y,z এর গড় মান কত?
উত্তরঃ 10
৫৮. ৩টি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৩
৫৯. A + b =5 এবং a – b = 3 হলে ab এর মান কত?
উত্তরঃ 4
৬০. ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
উত্তরঃ ৯ টি
General Knowledge Part Jiban Bima Corporation (JBC) Question & Solve
৬১. সরকার ঘোষিত ‘ঐতিহাসিক দিবস’ কোনটি?
উত্তরঃ ৭ মার্চ
৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ এম. এ. জি. ওসমানী
৬৩. বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরণের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র
৬৪. ২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় [১৯২১ থেকে ২০২১]
৬৫. জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৩ সালে
৬৬. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তরঃ ২ টি [মিয়ানমার, ভারত]
৬৭. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ১৩ টি
৬৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ ১০:৬
৬৯. বাংলাদেশের সরকার প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী [রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী]
৭০. বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন?
উত্তরঃ রাষ্ট্রপতি
৭১. সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ——.
উত্তরঃ অস্ট্রেলিয়া
৭২. ২০২১ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্টিত হবে?
উত্তরঃ শ্রীলঙ্কা [অনুষ্ঠিত হবে ২০২৩ সালে]
৭৩. করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়?
উত্তরঃ সৌদি আরব
৭৪. আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ চীন [ চীনের ৯৩,২৬,৪১০ বর্গ কি. মি.]
৭৫. HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?
উত্তরঃ UNDP
৭৬. ব্লু ইকোনমি (Bule Economy) কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
৭৭. বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় —————.
উত্তরঃ ২৯ জুলাই
৭৮. কমনওয়েলথ এর প্রধান কে?
উত্তরঃ রানী ২য় এলিজাবেথ
৭৯. বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
৮০. কোপেনহোগেন কোন দেশের রাজধানী?
উত্তরঃ ডেনমার্ক
Jiban Bima Corporation (JBC) Exam-2021
Post Name : Upper Division Assistant (UDA) -176
Exam Date: 03-09-2021
English Part Question & Solution
১. I wish i ——— a king.
Answer: Were
২. Opposite gender of ‘administrator’ is———.
Answer: Administratrix
৩. Who wrote the first english dictionary?
Answer: Ben jonhson
৪. Slow and —— wins the race.
Answer: Steady
৫. Helen of troy was the wife of ——?
Answer: Menelaus
৬. A person living wholly or principally on vegetable is called——-.
Answer: Vegetarian
৭. ‘Prima facie’ means ——.
Answer: at the first sight
৮. Which of the following words is plural?
Answer: Memoranda
- Don’t go far – Here the word ‘far’ is a/an?
Answer: Adverb
১০. What is the antonym of sympathy?
Answer: antipathy
১১. Which one is correctly spelt?
Answer: tsunami
১২. Choose the appropriate tag of ‘ don’t make a noise,——–?
Answer: Will you
১৩. The man was charged ——murder.
Answer: With
১৪. Stamp is attached to a/an——.
Answer: Letter
১৫. Where is the —–post office?
Answer: Nearest
১৬. ‘Great expectations’ is a novel written by——.
Answer: Charles dickens
১৭. ‘Nota Bene’ means—–?
Answer: For example
১৮. The antonym for ‘devoid’ is——?
Answer: Full of
১৯. ‘Come to light’ means —–?
Answer: To get published
২০. The verb form of ‘money’ is ——-?
Answer: Monetise
বাংলা অংশের সমাধান JBC Exam Question Solution
২১. কোন বানানটি শুদ্ধ নয়?
উত্তর: উর্দ্ধ
২২. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উত্তর: উপভোগ
২৩. কোনটি ‘শোক’ শব্দের বিপরীত শব্দ?
উত্তর: হর্ষ
২৪. ‘গিন্নি’ কোন শেণির শব্দ?
উত্তর: অর্ধ তৎসম
২৫. ‘লাজ’কোন ধরণের শব্দ?
উত্তর: বিশেষ্য
২৬. কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না?
উত্তর: বচনভেদে
২৭. ‘আনন্দ অশ্রু’ শব্দটি কোন সমাস?
উত্তর: কর্মধারয়
২৮. কবি গোবিন্দ দাস কার ভাব-শিষ্য ছিলেন?
উত্তর: বিদ্যাপতি
২৯. কোনটি গল্প গ্রন্থ?
উত্তর: শিউলিমালা
৩০. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: দ্বীপ+অয়ন
৩১. মধ্যযুগের কবি নন কে?
উত্তর: জয়নন্দী
৩২. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক কোনটি?
উত্তর: উৎকর্ষ
৩৩. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়।
উত্তর: ১৯২৩
৩৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর: সংস্কৃত
৩৫. ‘নসীরানামা’ কাব্য কার রচনা?
উত্তর: কবি মরদন
৩৬. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
উত্তর: জেলে
৩৭. বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রুপান্তর?
উত্তর: হ
৩৮. কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
উত্তর: কুহেলিকা
৩৯. কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়?
উত্তর: বিশেষ্য
৪০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ?
উত্তর: শেষলেখা
গণিত অংশ সমাধান
৪১. ১,৪,৭,১০, ……… ধারার ২৯তম পদটি কত?
উত্তর: ৮৫
৪২. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বঃমিঃ হলে পরিধি কত?
উত্তর: ৬০
৪৩. কত জন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়?
উত্তর: ৫
৪৪. ১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
উত্তর: ১০
৪৫. Log_3^81 = কত?
উত্তর: ৪
৪৬. ০.০৩, ০.১২, ০.৪৮, ……………… ধারাটির পঞ্চম পদ কোনটি?
উত্তর: ৭.৬৮
৪৭. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
উত্তর: ১০৭
৪৮. বৃত্তের ব্যাগ তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৯
৪৯. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩, ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত?
উত্তর: ১৬৪০
৫০. জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বসিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত?
উত্তর: ২৮
৫১. একটি ষড়ভূজের ছয়টি কোণের সমষ্টি কত?
উত্তর: ৮
৫২. একজন ব্যাক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?
উত্তর: ৯২৮০০০
৫৩. একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
উত্তর: ৮০০০
৫৪. একটি ত্রিভূজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩,১৪ ও ১৫ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তর: ৮৪
৫৫. বৃত্তের যেকোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়?
উত্তর: জ্যা
৫৬. ABCD সামন্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
উত্তর: ৮০
৫৭. পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?
উত্তর: ৫৮৫
৫৮. ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
উত্তর: ২৫%
৫৯. ১ ফুট = কত সেন্টিমিটার?
উত্তর: ৩০.৪৮
৬০. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে?
উত্তর: স্থূলকোণ
সাধারণজ্ঞান অংশ সমাধান JBC Exam Question Solution
৬১. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: রাঙামাটি
৬২. নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
উত্তর: মালদ্বীপ
৬৩. বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি?
উত্তর: দুটি
৬৪. মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩৩
৬৫. “রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ” বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?-ঃ
উত্তর: ৭ (১)
৬৬. বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: মেসোপটেমীয়
৬৭. বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৭২ সালে
৬৮. চীনের মহা প্রাচীরের দৈর্ঘ্য কত?
উত্তর: ৮৮৫০ (সঠিক তথ্য ৮৮৫২ কি.মি প্রায়)
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন?
উত্তর: ৩টি
৭০. পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন?
উত্তর: গ্রীক
৭১. শ্রীকান্ত উপন্যাস কার লেখা?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭২. এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে?
উত্তর: ৪ নম্বর
৭৩. মুজিববর্ষের লোগোর নকশাকার কে?
উত্তর: সব্যসাচী হাজরা
৭৪. ইসরাইলের আউনসভার নাম কী?
উত্তর: নেসেট
৭৫. স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?
উত্তর: এম. মনসুর আলী
৭৬. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
উত্তর: অক্সিজেন
৭৭. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ৪ মার্চ
৭৮. বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
উত্তর: জিম্বাবুয়ে (প্রথম ভেনিজুয়েলা)
৭৯. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?
উত্তর: ১৪ বছর
৮০. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান